সেক্সচুয়ালিটি এবং বিজ্ঞান

উভকামী , সমকামী এবং বিষমকামী এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আমাদের প্রথমত বুঝতে হবে লিঙ্গ ও যৌনতার মধ্যকার পার্থক্য।  যেহেতু বিজ্ঞানভিত্তিক বইগুলো অধিকাংশই ইংরেজিতে বর্ণিত এবং আমরা সবাই সেই ইংরেজি পরিভাষাগুলোর সাথেই বেশি পরিচিত , আমি আমার লেখায় সেই বহুলপরিচিত শব্দগুলোই ব্যবহার করবো সবার বুঝার সুবিধার্থে।

লেখক স্যাম কিলারম্যান তাঁর বই ‘A guide to gender’ এ খুব সহজভাবে এই লিঙ্গ ও যৌনতার পার্থক্য তুলে ধরেছে। নিম্নলিখিত ৪টি ক্ষেত্র একজন মানুষের লিঙ্গ, যৌনতা, পোশাক পরিচ্ছদ বর্ণনা করতে পারে।

১।  জেন্ডার আইডেন্টিটি : মানসিকভাবে একজন ব্যক্তি নিজেকে কোন লিঙ্গ হিসেবে পরিচয় দেয়।

২।  জেন্ডার এক্সপ্রেশন: একজন ব্যক্তি কিভাবে নিজেকে সাজাতে বা সমাজের সামনে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই হলো জেন্ডার এক্সপ্রেশন।

৩। বায়োলজিক্যাল সেক্স: একজন ব্যক্তি শারীরিক ভাবে কোন লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেন।

৪।  সেক্সয়াল ওরিয়েন্টেশন : একে বাংলায় আমরা বলে থাকি অভিযোজ।  এর অর্থ হলো একজন ব্যক্তি কার প্রতি আকৃষ্ট।

লক্ষ্য করার বিষয় হলো , এই চারটি ধাপের কোনোটাই বাইনারি বা দুইভাগ বিশিষ্ট নয়।  এই ধাপগুলো বর্ণনা করা হয় ‘স্পেকট্রাম’ সবটার মাধ্যমে।  যার অর্থ হলো আপনি এই বিষয় গুলো শুধুমাত্র সাদা বা কালোর অন্তর্ভুক্ত করতে পারবেন না।  কারণ মাঝখানে একটা ধূসর অংশ লক্ষণীয়।

বায়োলজিক্যাল সেক্স এমন একটা বিষয় যা প্রকৃতিগতভাবেই নির্ধারিত।  তাঁর মধ্যে রয়েছে নারী, পুরুষ এবং উভলিঙ্গ।  উভলিঙ্গ শব্দটার ইংরেজি পরিভাষা হলো ইন্টারসেক্স।  ইন্টারসেক্স যারা আছেন , তাদের ক্ষেত্রে অভ্যন্তরীন এবং বাহ্যিক যৌনাঙ্গের অসঙ্গতি লক্ষণীয়।  অর্থাৎ উভয় ধরণের যৌনাঙ্গের উপস্থিতি পাওয়া যায় একজন মানুষের গড়নে।  এখন আপনি যদি একজন ইন্টারসেক্স মানুষের জেন্ডার আইডেন্টিটি নিয়ে একটু চিন্তা করেন, তাহলে সহজেই একজন মানুষ কিভাবে মানসিক ভাবে নিজেকে কোনো নির্দিষ্ট লিঙ্গের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিতে পারে , সেই ব্যাপারটা অনুধাবন করতে পারবেন।

এখন আসা যাক সেক্সচুয়াল ওরিয়েন্টেশন বা যৌন অভিযোজন এই বিষয়টাত।  একজন মানুষ মানসিক ও শারীরিকভাবে অপর কোন পক্ষের প্রতি আকৃষ্ট, তাই বুঝা যায় এর মাধ্যমে।  আমাদের সমাজে অধিকাংশ মানুষই বিষমকামী অর্থাৎ হেটেরোসেক্সচুয়াল। যার অর্থ হলো ের বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট।  যারা সমকামী তারা একই লিঙ্গের প্রতি শারীরিক ও মানসিকভাবে আকৃষ্ট।  আরো এক পক্ষ রয়েছেন, যারা উভয় লিঙ্গের প্রতিই আকৃষ্ট, যাদেরকে আমরা বলে থাকি বিসেক্সচুয়াল।  অধিকাংশ মানুষই ছোটবেলায় তাদরে অভিযোজন উদ্ঘাটন করে থাকেন।  কিছু মানুষ ‘ক্লোসেটেড’ থাকেন, আবার কিছু মানুষ ‘পরিবর্তিত’ ও হতে পারেন।  ‘ক্লোসেটেড’ শব্দটি বেবহার করা হয় তখন , যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি অনেক ছোটবেলাতেই তাদের অভিযোজন আবিষ্কার করে ফেলেন, কিন্তু সমাজের কটুদৃষ্টির ভয়ে ব্যাপারটা ধামাচাপা দিয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেন। ডাক্তার লিসা ডায়মন্ড তাঁর রিসার্চে ‘পরিবর্তিত’ বিষয়টি বেক্ষা করেছেন।  যেখানে তিনি ১০০ নারীর উপরের ২০ বছরের জরিপের ফল প্রকাশ করেছেন।  তিনি বলেছেন, একদিকে যেমন অনেক সমকামী নারী পরবর্তীতে পুরুষ জীবনসঙ্গী বেছে নিয়েছেন , ওপর পক্ষে অনেক নারী, অনেক বছরের গতানুগতিক বিবাহবন্ধনে থেকে বেরিয়ে সমকামী হয়েছেন।  এই বিষয়টাকে উপস্থাপন করা হয় ‘জেন্ডার ফ্লুইড’ এই সব্যতার মাধ্যমে।  যেকোনো মানুষ জীবনের যেকোনো ধাপে ওরিয়েন্টেশন পরিবর্তন করতে পারেন।

সুতরাং, আমি আশা করি আপনাদের কাছে বিষমকামী , সমকামী এবং উভকামী এই শব্দগুলোর স্বাভাবিকতা তুলে ধরতে পেরেছি।


Comments

39 responses to “সেক্সচুয়ালিটি এবং বিজ্ঞান”

  1. শায়ন হাসান Avatar
    শায়ন হাসান

    ধর্ম নিয়ে ব্যাবসা করা লোকদের মুখোশ খুলবেন এই প্রত্যাশা করি।

  2. তমিজ হাকিম Avatar
    তমিজ হাকিম

    হিন্দুরাই এদেশের শত্রু। তারা দেশদ্রোহী। তাদেরকে এখানে থাকতে দেয়াই উচিত না।

  3. Shariar Kabir Avatar
    Shariar Kabir

    ইসলাম নিয়ে আর আমার বাংলাদেশ নিয়ে মিথ্যা কথা বলবে আর এমনি এমনিয়ে ছেড়ে দিবো? তোরে আর প্রিয়ারে সামনে পাইলে কিন্তু একদম জবাই করে দিবো।

  4. নীলা জামান Avatar
    নীলা জামান

    এই মালাউনের বাচ্চাদের যে যেখানে পাবে সেখানে কতল করিবে।

  5. শেখ জামান Avatar
    শেখ জামান

    ei hindu der ke amader bangladesh theke latthi diye ber kore deoa uchit. tara prottekta deshdrohi.

  6. বিল্লাল হাস্নাত Avatar
    বিল্লাল হাস্নাত

    তুই তো শালা মুসলমানের মেয়েরে চুদাস। তুই আবার একটা হিন্দু মালাউনের পক্ষ নিয়া কথা বলতেসিস কেন? তুই মুসলমান হয়ে যা। নাহলে কিন্তু তোরে শাস্তি দিবো।

  7. আকরাম মির্জা Avatar
    আকরাম মির্জা

    চুপ কর খানকির বাচ্চা।

  8. বাবু হক Avatar
    বাবু হক

    রাজীব, অভিজিৎ, বাবু, জুলহাজ, তনয় সবাইরে হত্যা করা হয়েছে থিক তাদের মত তোকে হত্যা করা হবে ইনশাল্লাহ।

  9. আফ্রিদ উল্লাহ Avatar
    আফ্রিদ উল্লাহ

    তোকে হত্যা করে ইসলাম আবার কায়েম হবে।

  10. মাহিন খান Avatar
    মাহিন খান

    সত্যিকারের মুসলমান কখনো ধর্ষণ করেনা। ইসলামে নারীদের দেওয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা

  11. আসমা বেগম Avatar
    আসমা বেগম

    এসব কটু মন্তব্য করা উচিত হয়নি একদম! এর শাস্তি তোকে পেতেই হবে।

  12. সানি ইসলাম Avatar
    সানি ইসলাম

    চুতমারানির বাচ্চা তুই কি জানিস? সময় থাকতে সাবধান করে দিলাম। নাইলে কল্লা কিন্তু আলগা কইরা ফালামু কইলাম

  13. জুম্মা করিম Avatar
    জুম্মা করিম

    হতাশা তোর পুটকি দিয়া ঢুকাইমু শালা খানকি

  14. ইরাজ মহসিন Avatar
    ইরাজ মহসিন

    তোদের মতো মিথ্যাচারীদেরকে পুন্দানো উচিত

  15. জিলানী হাবিব Avatar
    জিলানী হাবিব

    এই বাংলাদেশে যেন তোকে আর না দেখি, নাহলে তোর পরিবার তোর লাশ দেখার সৌভাগ্যও পাবেনা।

  16. আনিসুর হাবিব Avatar
    আনিসুর হাবিব

    এগুলো মিথ্যাচার

  17. নায়লা নির্ঝর Avatar
    নায়লা নির্ঝর

    আসলে তোকে এসব দিয়ে হবে না। তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাতে হবে। তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে

  18. তসলিম মিয়া Avatar
    তসলিম মিয়া

    ইহুদির বাচ্চা শালা জারজ

  19. হাবিবুর রহমান Avatar
    হাবিবুর রহমান

    kuttar baccha tore paile tukra tukra korbo.

  20. মামুনুল সর্দার Avatar
    মামুনুল সর্দার

    খাঙ্কির বাচ্চা তুই আল্লাহকে নিয়ে গবেষনা করিস? তুই একটা অবিশ্বাসী, তুই কি ন্যাসঙ্গত ভাবে আল্লহাওকে বিশ্লেষন করবার যোগ্যতা রাখস? তুই এক পক্ষীয় একটা হারামী। ইবলিশ শয়তান

  21. সেলিম হায়দার Avatar
    সেলিম হায়দার

    শালা মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে পাঠায়নি তাই এসব ভেবে তুই কুল পাবিনা

  22. সিরাজুল ইসলাম Avatar
    সিরাজুল ইসলাম

    তোর জন্য অপেক্ষা করছে অনন্ত আগুন আর চাপাতির কোপ

  23. রাজিবুল ইসলাম Avatar
    রাজিবুল ইসলাম

    লন্ডনে থাইকা বাল ফালাও? বালের লেখক হইসো? ওইখানে তো বাসন মাজো, দেশে আইসা কিছু কইরা দেখাও

  24. সেলিম হায়দার Avatar
    সেলিম হায়দার

    দাদা আপনি এইসব লেখে কি আনন্দ পান। মানুষকে কষ্ট দেন কেন?

  25. riadh uddin Avatar
    riadh uddin

    আসলে এই সময়ে র‍্যাশনাল চিন্তার কোন স্থানই মনে হয় নেই। সবাই কেমন জানি খুব উগ্র হয়ে যাচ্ছে

  26. রহিম উল্ল্যাহ Avatar
    রহিম উল্ল্যাহ

    কুত্তারবাচ্চা তোরা তো সব নাস্তিকের দল। তোরা কাদের র‍্যাডিকাল বলিস? আমাদের। কাফেরের বাচ্চা উগ্রতা তোদের মধ্যে বেশী। তোরা র‍্যাশনাল সূত্রের নাম করে উগ্রতা ছড়িয়ে দিস চালাকি করে

  27. সিরাজুল ইসলাম Avatar
    সিরাজুল ইসলাম

    আমাদের আইন্সার আল ইসলামের সৈনিকরা তোদের গলা কাটতে আসছে। যেমন কেটেছিলো অভিজিতের

    তুই বাঁচতে পারবিনা, তোরও পরিণতি অভিজিতের মতন হবে

  28. রায়হান আলম Avatar
    রায়হান আলম

    ভালো লাগলো আপনার ভাবনা।

  29. মিনহাজ Avatar
    মিনহাজ

    তোকে কোপাতে কোপাতে টুকরা টুকরা করা হবে। সেই মাংশ খাবে কুত্তারা

  30. রাজিবুল ইসলাম Avatar
    রাজিবুল ইসলাম

    কোপানি দিলে সব ঠিক হইয়ে যাবে

  31. Rajiv Haldar Avatar
    Rajiv Haldar

    কাফেরের বাচ্চারা দেখি এখন র‍্যাডিকাল আর র‍্যাশনাল ব্যাপার স্যাপার নিয়ে চিন্তিত

  32. আবির হোসেন Avatar
    আবির হোসেন

    এত লম্বা লম্বা কথা না বলে একবার দেশে আয়। হেফাজতের দাদায়েরা অনেকদিন রক্তের গন্ধ পায়না।

  33. আবির হোসেন Avatar
    আবির হোসেন

    তোর লেখা দেখেই বুঝা যায় তুই একটা ভারতের দালাল

  34. কাশিম আলি Avatar
    কাশিম আলি

    রাষ্ট্রকে আসলে ধর্ম মুক্ত রাখাটাই সভ্য সমাজের কাজ। ধর্ম থেকে দেশ আলাদা হবে এটাই কাম্য।

  35. লিয়াকত আহমেদ Avatar
    লিয়াকত আহমেদ

    কাফের ও মুরতাদের চিন্তাগুলো সব সময় ধর্ম হীন হয়। কেন হয় বলতে পারিস ওহে কাফেরের বাচ্চা?

  36. মেনন হাসান Avatar
    মেনন হাসান

    আমাদের চকচকে চাপাতি অপেক্ষা করছে তোর জন্য। খালি অপেক্ষা কর সেই সময়ের ও সুযোগের।

  37. বেলায়েত আহসান Avatar
    বেলায়েত আহসান

    তোরে কাইটা কুচি কুচি না করা পর্যন্ত শান্তি নাই। দেশে আয় একবার শুধু।

  38. খলিল আহমেদ Avatar
    খলিল আহমেদ

    কোরআন ৯-৭৩ হে নবী, কাফেরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফেকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন।- তাদের ঠিকানা হল দোযখ এবং তাহল নিকৃষ্ট ঠিকানা।তুই সেই কাফের আল্লাহর হুকুম তোরে খতম করতে বলেছেন।

  39. মিনহাজ রহিম Avatar
    মিনহাজ রহিম

    তোর মত জারজ সন্তানের বেচে থাকা এই বাংলাদেশের সমাজের জন্য অভিশাপ।তোরে আল্লাহর নামে কতল করে আবার ইসলাম জিহাদ কায়েম করা হবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *