সম্প্রতি বলিউডের খুব নামকরা চিত্রপরিচালক করণ জোহর খুবই সমালোচনার মুখে পড়েছেন। কারণ তিনি তার আত্মজীবনী ‘দ্যা আনস্যুটেবল বয়’তে লিখেছেন- টাকার প্রয়োজনে দুইবার যৌন দাসত্ব করেছেন তিনি। তিনি লিখেছেন- কাউকে খুশি করার জন্য নিজের অনিচ্ছায় শুধুমাত্র টাকার জন্য যৌন দাস হওয়াটা খুবই কষ্টের। সেইসাথে তিনি যে একজন সমকামী তাও লিখেছেন তিনি।
লিখেছেন- “সবাই জানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কোনটি! যদিও সেটা আমি চিৎকার করে বলতে চাই না। কারণ আমি এমন এক দেশে বাস করি যেখানে এটা বললে হয়তোবা আমার জেল হবে!”
সমকামী হওয়া দোষের কিছু নয়। পৃথিবীর ১০% মানুষের মধ্যে যেটি বিদ্যমান সেটি নিয়ে কথা বলাটা রীতিমতো লজ্জার। কারণ- সমকামীতা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ও প্রমাণিত। সারা পৃথিবীতে অসংখ্য জ্ঞানী প্রতিভাবান ছিলেন যারা সমকামী ছিলেন। নোবেল বিজয়ী লেখক জেমস জয়েস, চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি, উপমহাদেশের মডার্ন আর্টের জননী অমৃতা শেরগিলসহ সারা পৃথিবীর অসংখ্য প্রতিভাবান মানুষ ছিলেন যারা সমকামী।
আপনারা সমকামী না হতে পারেন। তবু যেটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সেটাকে অস্বীকৃতি দেওয়ার আপনি কে? প্রেমে পড়তে হলে, সেক্স করতে হলে কেবল অপজিট জেন্ডারের হতে হবে- এই ভ্রান্ত ধারণা এদেশের এবং এই উপমহাদেশের মানুষকে কে দিয়েছে?
সমকামিতা কোনো পাপ নয়। কারণ ওটা একই লিঙ্গের মানুষের প্রতি প্রেম, যৌন অনুভূতি। সেই প্রেমকে স্বীকৃতি দেওয়া বা না দেওয়ার আপনি বা আমি কে?
Leave a Reply