সমকামিতা কোনো পাপ নয়

সম্প্রতি বলিউডের খুব নামকরা চিত্রপরিচালক করণ জোহর খুবই সমালোচনার মুখে পড়েছেন। কারণ তিনি তার আত্মজীবনী ‘দ্যা আনস্যুটেবল বয়’তে লিখেছেন- টাকার প্রয়োজনে দুইবার যৌন দাসত্ব করেছেন তিনি। তিনি লিখেছেন- কাউকে খুশি করার জন্য নিজের অনিচ্ছায় শুধুমাত্র টাকার জন্য যৌন দাস হওয়াটা খুবই কষ্টের। সেইসাথে তিনি যে একজন সমকামী তাও লিখেছেন তিনি।

লিখেছেন- “সবাই জানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কোনটি! যদিও সেটা আমি চিৎকার করে বলতে চাই না। কারণ আমি এমন এক দেশে বাস করি যেখানে এটা বললে হয়তোবা আমার জেল হবে!”

সমকামী হওয়া দোষের কিছু নয়। পৃথিবীর ১০% মানুষের মধ্যে যেটি বিদ্যমান সেটি নিয়ে কথা বলাটা রীতিমতো লজ্জার। কারণ- সমকামীতা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ও প্রমাণিত। সারা পৃথিবীতে অসংখ্য জ্ঞানী প্রতিভাবান ছিলেন যারা সমকামী ছিলেন। নোবেল বিজয়ী লেখক জেমস জয়েস, চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি, উপমহাদেশের মডার্ন আর্টের জননী অমৃতা শেরগিলসহ সারা পৃথিবীর অসংখ্য প্রতিভাবান মানুষ ছিলেন যারা সমকামী

আপনারা সমকামী না হতে পারেন। তবু যেটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সেটাকে অস্বীকৃতি দেওয়ার আপনি কে? প্রেমে পড়তে হলে, সেক্স করতে হলে কেবল অপজিট জেন্ডারের হতে হবে- এই ভ্রান্ত ধারণা এদেশের এবং এই উপমহাদেশের মানুষকে কে দিয়েছে?

সমকামিতা কোনো পাপ নয়। কারণ ওটা একই লিঙ্গের মানুষের প্রতি প্রেম, যৌন অনুভূতি। সেই প্রেমকে স্বীকৃতি দেওয়া বা না দেওয়ার আপনি বা আমি কে?


Comments

22 responses to “সমকামিতা কোনো পাপ নয়”

  1. khondoker ismail Avatar
    khondoker ismail

    ইহুদির বাচ্চা শালা জারজ

  2. Kashem Molla Avatar
    Kashem Molla

    kuttar baccha tore paile tukra tukra korbo.

  3. আব্দুর রাজ্জাক Avatar
    আব্দুর রাজ্জাক

    খাঙ্কির বাচ্চা তুই আল্লাহকে নিয়ে গবেষনা করিস? তুই একটা অবিশ্বাসী, তুই কি ন্যাসঙ্গত ভাবে আল্লহাওকে বিশ্লেষন করবার যোগ্যতা রাখস? তুই এক পক্ষীয় একটা হারামী। ইবলিশ শয়তান

  4. jaber hossain Avatar
    jaber hossain

    শালা মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে পাঠায়নি তাই এসব ভেবে তুই কুল পাবিনা

  5. shariyar ifaj Avatar
    shariyar ifaj

    তোর জন্য অপেক্ষা করছে অনন্ত আগুন আর চাপাতির কোপ

  6. najmul bepari Avatar
    najmul bepari

    লন্ডনে থাইকা বাল ফালাও? বালের লেখক হইসো? ওইখানে তো বাসন মাজো, দেশে আইসা কিছু কইরা দেখাও

  7. kholilur rahman Avatar
    kholilur rahman

    দাদা আপনি এইসব লেখে কি আনন্দ পান। মানুষকে কষ্ট দেন কেন?

  8. আজাদ রহমান Avatar
    আজাদ রহমান

    আসলে এই সময়ে র‍্যাশনাল চিন্তার কোন স্থানই মনে হয় নেই। সবাই কেমন জানি খুব উগ্র হয়ে যাচ্ছে

  9. আমিনুর রশিদ Avatar
    আমিনুর রশিদ

    কুত্তারবাচ্চা তোরা তো সব নাস্তিকের দল। তোরা কাদের র‍্যাডিকাল বলিস? আমাদের। কাফেরের বাচ্চা উগ্রতা তোদের মধ্যে বেশী। তোরা র‍্যাশনাল সূত্রের নাম করে উগ্রতা ছড়িয়ে দিস চালাকি করে

  10. কবির খান Avatar
    কবির খান

    আমাদের আইন্সার আল ইসলামের সৈনিকরা তোদের গলা কাটতে আসছে। যেমন কেটেছিলো অভিজিতের

    তুই বাঁচতে পারবিনা, তোরও পরিণতি অভিজিতের মতন হবে

  11. অভিক দে Avatar
    অভিক দে

    ভালো লাগলো আপনার ভাবনা।

  12. মিনহাজুল আবেদিন Avatar
    মিনহাজুল আবেদিন

    তোকে কোপাতে কোপাতে টুকরা টুকরা করা হবে। সেই মাংশ খাবে কুত্তারা

  13. সাব্বির Avatar
    সাব্বির

    কোপানি দিলে সব ঠিক হইয়ে যাবে

  14. আবু নাসের Avatar
    আবু নাসের

    কাফেরের বাচ্চারা দেখি এখন র‍্যাডিকাল আর র‍্যাশনাল ব্যাপার স্যাপার নিয়ে চিন্তিত

  15. কবির খান Avatar
    কবির খান

    এত লম্বা লম্বা কথা না বলে একবার দেশে আয়। হেফাজতের দাদায়েরা অনেকদিন রক্তের গন্ধ পায়না।

  16. হেদায়েতুল্লাহ Avatar
    হেদায়েতুল্লাহ

    তোর লেখা দেখেই বুঝা যায় তুই একটা ভারতের দালাল

  17. ওয়াসি আহমেদ Avatar
    ওয়াসি আহমেদ

    রাষ্ট্রকে আসলে ধর্ম মুক্ত রাখাটাই সভ্য সমাজের কাজ। ধর্ম থেকে দেশ আলাদা হবে এটাই কাম্য।

  18. সাখায়েত আলী Avatar
    সাখায়েত আলী

    কাফের ও মুরতাদের চিন্তাগুলো সব সময় ধর্ম হীন হয়। কেন হয় বলতে পারিস ওহে কাফেরের বাচ্চা?

  19. রুবায়েত Avatar
    রুবায়েত

    চমৎকার ভাবনা। লিখে যান। এখানে অনেক মূর্খরা এসে মন্তব্য করবে কিন্তু দমে যাবেন না।

  20. Faria Jahan Avatar
    Faria Jahan

    apanar lekha pore mone hocche je edesher purushra nari nirjatoner shathe jukto noy. shadhu baba shob. hassokor lekha jotoshob!!!!

  21. umar faruque Avatar
    umar faruque

    শালা হারামীর বাচ্চা। নাস্তিকের দালাল।

  22. mobarak hossain Avatar
    mobarak hossain

    আসলে তোকে এসব দিয়ে হবে না। তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাতে হবে। তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *