মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখুন

আজ কিছু সত্য কথা বলবো, কারো যদি খারাপ লাগে, তাহলে আমার ব্লগ ত্যাগ করতে পারবেন এখনি, আমার কোনই আপত্তি থাকবে না।

বাংলাদেশের অধিকাংশ মানুষ মুর্খ, আর যারা শিক্ষিত তাদের মধ্যেও বেশির ভাগ শিক্ষা শুধু পরীক্ষা পাশের জন্যই গ্রহণ করেছে, প্রকৃত শিক্ষিত তাদের বলা যায়না। আর যারা চোখ থাকিতে অন্ধ, তাদের কথা বলে কোন লাভ আছে বলে মনে হয় না। প্রশ্ন উঠতে পারে, কেন হঠাত করে শিক্ষা নিয়ে বলছি? এর যথেষ্ট কারন রয়েছে।

বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সে হোক শিক্ষিত কিংবা অশিক্ষিত, সমকামী কিংবা উভকামি – এসকল শব্দ শুনলেই প্রথমেই তাদের মনের মধ্যে যে চিন্তাটা আসে, তা হলো যৌনতা। তারা সমকামী কিংবা উভকামিদের শুধুমাত্র যৌনতা দিয়েই বিচার করেন। তারা একবারের জন্যও মনে করেন না যে সমকামীরা কিংবা উভকামিরা আর দশটা মানুষের মতোই মানুষ। তাদেরও অনুভূতি আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, আছে নিরাপত্তার অধিকার। কিন্তু মুর্খ বাঙ্গালির এসব বুঝার ক্ষমতা নাই।

একজন ব্যক্তির ভিন্ন মত থাকতেই পারে, সে ভিন্ন যৌন আকাঙ্ক্ষা ধারণ করতেই পারে, তাতে অন্য সবার কি যায় আসে? তাঁর যে প্রেম-ভালোবাসা হতে পারে এসব নিয়ে কিন্তু এই মূর্খ বাঙ্গালি বুঝতে পারে না, বুঝতে চায়ও না। বাংলাদেশের এই সমকামী কিংবা এলজিবিটি গোষ্ঠীটা আসলেই একদমই সহজ সরল প্রকৃতির হয়, একদম নিরীহ যাকে বলে। তারা কারো সাথেই ঝামেলায় জড়াতে চায়না। তারা সারাজীবন নিজের ভালোবাসার রিকোগ্নাইজেশন খুঁজে বেড়ায়। অস্তিত্বের খুঁজে কাটিয়ে দেয় সারাটি জীবন। তবে মূর্খ বাঙ্গালির তাটা কি যায় আসে?

তাদের চোখের একটা “সাধারণ মানুষ” যখন জোর পূর্বক ধর্ষণ করে তখন তাদের মধ্যেই কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, সেই ধর্ষককে  বাঁচাতে। এর থেকে বিকৃত মনমানসিকতা আর কি হতে পারে? কিন্তু না, তারা সমকামীদেরই বিকৃত মনমানসিকতা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এই বাঙ্গালি জাতি পড়াশোনায় যতই শিক্ষিত হোক না কেন, তাদের মনের মধ্যে ঠিকই সমকামীদের জন্য একরাশ ঘৃণা পোষে রাখে। তাই দুজন সমকামী মানুষ পরিস্পরকে যৌন লালসা নয় বরং ভালোবাসা থেকেই বিয়ে করতে পারে সেটা বোঝার মত ক্ষমতাও তাদের নাই। মাঝে মধ্যে তাদের এই অজ্ঞতার জন্য আমার দুঃখ হয়, আই রিয়েলি ফিল সরি ফর দেম। 

তবে সবশেষে একটা কথাই বলতে চাই, সমকামী মানে যদি যৌনলালসাই হতো তাহলে বিয়ে করার অধিকার আদায়ের দাবী এদের থাকতো না, সম্ভোগ পর্যন্তই থাকতো এদের চাওয়া-পাওয়া। একটু ভাবুন, আরেকটু জানুন, বুঝতে চেষ্টা করুন, আমরা সবাই মানুষ, মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখুন।


Comments

36 responses to “মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখুন”

  1. মাহমুদ ইমরান Avatar
    মাহমুদ ইমরান

    দেশের জন্য আপনাদের মত সাহসী মানুষদের আসলেই দরকার। খুব ভাল দাদা।

  2. রকিব হারুন Avatar
    রকিব হারুন

    ইসলামির দল গুল বাংলাদেশে না থাকলে এই বাংলাদেশ আজকে কত সুন্দর হত।

  3. Dolon Hanif Avatar
    Dolon Hanif

    ইসলামি স্বৈরাচার বন্ধ করতে আপনার সাথে আমি দাদা।

  4. Roxy Abir Avatar
    Roxy Abir

    মৌলবাদী শাসন শেষ হয়ে যাক আপনার লেখায় এই কামনা রইল।

  5. Afsana Sharif Avatar
    Afsana Sharif

    আপনার মত মানুষদের সাথে দেখা হওয়া ভাগ্যর ব্যাপার।

  6. কয়েস মোল্লা Avatar
    কয়েস মোল্লা

    তোদের মত ব্লাগারদের কে এই দেশে আমরা বাঁচতে দেইনি। তুই খতম।

  7. আয়াতুল মমিন Avatar
    আয়াতুল মমিন

    সবাইকে একে একে মারা হবে। তুই সমকামী হারামি কুত্তার বাচ্চা।

  8. আজগর শিকদার Avatar
    আজগর শিকদার

    দেশে আসবই যেইদিন ওইদিন আমি তোরে কোপাই কোপাই মারব এয়ারপোর্ট এ ।

  9. কুরবান খান Avatar
    কুরবান খান

    তুই সমকামী জারজ।তুই ইসলামের শত্রু। তুই দেশের শত্রু।দেশদ্রোহী তুই।

  10. খেলাফতে জব্বার Avatar
    খেলাফতে জব্বার

    নাস্তিক ব্লগারদের যেভাবে জবাই করা হয়েছে তোকেও জবাই করে মারা হবে ইনশাআল্লাহ।

  11. মজিবর সোবহান Avatar
    মজিবর সোবহান

    দাদা দেশে আসবেন কবে? আসলে অবশ্যই দেখা হবে।

  12. Ayub Gazi Avatar
    Ayub Gazi

    ইসলামিস্টদের নয়। আপনাদের মত কিছু নাস্তিকদের যুক্তিই আসলে হাস্যকর। আপনারা ধর্ম পরায়ন একটা জাতিকে নিয়ে দিনের পর দিন হাস্য রস্তাত্নক সব লেখালেখি করবেন, ব্যাঙ্গ করবেন আর আশা করবেন সবাই আপনাদের কে সাধুবাদ জানাবে, সেটি কিন্তু আসলে হবে না। আপনারা আসলে আল্লাহর মাধ্যমে সৃষ্টি হওয়া মুনাফেক।

  13. Hedayatul Islam Avatar
    Hedayatul Islam

    হে কাফিরের বাচ্চা, কোপ খাবার জন্য তৈরী হয়ে নে তুই। তোর বুক কে রক্তে রক্তে ভাসিয়ে নেয়াটাই আমাদের জিহাদ

  14. কুত্তারবাচ্চা তুই খালি দেশে আয়, খেলা হবে

  15. কাফেরর বাচ্চা, তোকে বটি দিয়ে জবাই করে তোর মুন্ডু দিয়ে আমরা খেলব তুই দেখে নিস

  16. Delwar Hossain Avatar
    Delwar Hossain

    তোকে পাইলে আমি কিরিচ দিয়ে টুকরা টুকরা কুরতাম ইব্লিসের বাচ্চা। আল্লাহর কাছ থেকে সৃষ্টি হয়ে করলি বেঈমানি। করলি নাফরমানি।

  17. এত খারাপ একটা মানুষ কিভাবে হয় আমি মাঝে মধ্যে অংক মিলাতে পারিনা

  18. Mosharrof Avatar
    Mosharrof

    তুই একটা সাক্ষাৎ শয়তানের বাচ্চা শালা নাস্তিক

  19. ইম্রান লস্কর Avatar
    ইম্রান লস্কর

    বাহ বাহ বাহ হিন্দুস্তানের এজেন্টের কি লেখার ছিরি রে বাবা

  20. বিল্লাল খান Avatar
    বিল্লাল খান

    তুই তো সিল মারা নাস্তিক। তোর বুকে মোহর জমে গেছে। কিছু বলে তকে লাভ নেই। তোর জন্য দরকার শক্ত মাইর

  21. ধর্ম নিয়ে এই জাতীয় কথা বলা একদম ঠিক না দাদাজান

  22. এই হতচ্ছাড়া কুত্তে কি আওলাদ? কি বলিস এইগুলা?

  23. তুই এসব লেখা কেন দেশে বসে লিখিস না? কেন দেশের বাইরে গিয়েই তোর এসব লেখার এত ধুম পড়ে। একবার দেশের মাটিতে বসে লিখ। এই দেশের তৌহিদি জনতা তারপর তোর লেখার আসল অর্থ বের করবে

  24. syed bajlur ahsan Avatar
    syed bajlur ahsan

    দাদা আপনি আসলে একটা হিন্দু। এগুলা আপনার লেখা দেখেই বুঝা যায়। খামাখাই মুসলমান নাম নিয়া লিখা আমাদের মুসলমানদের নামের অপমান করেন কেন?

  25. Rupsan Ali Avatar
    Rupsan Ali

    এই শালার কল্লা কাইটা বায়তুল মোকাররমে ঝুলিয়ে দেয়া হোক

  26. Muktar Ali Sheikh Avatar
    Muktar Ali Sheikh

    তোকে গুলি করে সবার সামনে মেরে ফেলা উচিৎ

  27. Abu Taher Avatar
    Abu Taher

    আল্লাহর গজব পড়ুক

  28. জাভেদ ওমর Avatar
    জাভেদ ওমর

    কোন মা তোকে জন্ম দিয়েছে রে কুত্তারবাচ্চা? কোন মা এত দূর্ভাগ্যবান? আমাকে একটু বলতো? এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে

  29. তাহসান তামিম Avatar
    তাহসান তামিম

    আপনারা আছেন বলেই এই মোল্লারা সুবিধা করতে পারে না দাদা।

  30. মাহমুদ Avatar
    মাহমুদ

    আপনার মত আমারও অনেক কিছু বলতে ইচ্ছা করে।

  31. Jaman Shaon Avatar
    Jaman Shaon

    আপনি অজেয়

  32. Khabil Kaium Avatar
    Khabil Kaium

    আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ পার পায়নি।

  33. অহি আলম Avatar
    অহি আলম

    তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলচিস।

  34. রাব্বি মাহমুদ Avatar
    রাব্বি মাহমুদ

    ব্লগারদের কে এই দেশে আমরা বাঁচতে দেইনি। একে হত্যা করা জায়েজ ইসলামে।

  35. সাকিব আহমেদ Avatar
    সাকিব আহমেদ

    লেখাটা ভাবনার খোরাক জোগালো। ভালো লিখেছেন।

  36. আমিনুল হক Avatar
    আমিনুল হক

    লেখার শিরোনাম দেখেই বুঝতে পারা যায় যে আপনি আসলে একজন ইসলাম বিদ্বেষি শাহবাগী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *